Talk:Wp/ctg/সিটাঙ বিভাগ

Latest comment: 1 year ago by Saeedmoin in topic চাংলিশ?

চাংলিশ? edit

@Saeedmoin আমি সি/চিটাঙ বিতর্কে যাব না। সেটা অন্য আলোচনা আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন ডিবিশন লিখছেন, বিভাগ লিখতে কী সমস্যা? আমি তো জানি চাটগাঁইয়া ভাষায় এটার নাম সি/চিটাঙ বিভাগআফতাবুজ্জামান (talk) 23:14, 3 August 2022 (UTC)Reply

আফতাবুজ্জামান বিভাগ নামে কোনো শব্দ চাটগাঁইয়া তে নেই, পারিভাষিক শব্দ হিসেবে যদি ব্যাবহার করি, চাটগাঁইয়া ভাষার ব্যাকরণ তথা সহজাত নিয়মানুযায়ী এটি [বিভাক্] এ পরিণত হবে। আর তাছাড়া চাটগাঁইয়া ভাষায় কোনো মহাপ্রাণ উচ্চারণ নেই, পরিবর্তে অল্পপ্রাণ ধ্বনির উপর হাল্কা চাপ দিয়ে উচ্চারিত হয়, সুতরাং এখানে ভ এর উচ্চারণ ভ এর মতো হবে না, ব এর নিকটবর্তী হবে। আমি ডিবিশন লিখেছি প্রচলনের দিকটা মাথায় রেখে। চ/স বিতর্কে না গেলে সমাধান আসবে কিভাবে, আমরা লিখবো আর আপনারা পেছন থেকে সরিয়ে দিবেন, এভাবে দোয়াড়ি খেলার মতো চললে কি প্রজেক্টটা সফল হবে? লেখার জন্য নেটিভ চাটগাঁইয়া উচ্চারণ অনুযায়ী একটা কমন পদ্ধতি ঠিক করতে হবে, নইলে কোনো কাজই এগোবে না। Saeedmoin (talk) 18:48, 4 August 2022 (UTC)Reply

Return to "Wp/ctg/সিটাঙ বিভাগ" page.