Help:নিবন্ধ তৈরী/১.১

আপনি যে ধরনের নিবন্ধ তৈরি করতে চান তা বেছে নিন

বিশ্লেষণ নিবন্ধ

এই নিবন্ধ গুলো অন্যন্য মিডিয়া প্রতিবেদন এবং খবরের সূত্র থেকে উদ্ধৃত কিংবা সংশ্লেষ করে তৈরি করা। এই উৎসগুলির ভিত্তিতে কিংবা অনুপ্রেরণায় আমরা স্বাধীন এবং ব্যক্তিগত মন্তব্য বিহীন নিবন্ধ তৈরি করার চেষ্টা করে থাকি, যেখানে উৎসগুলো নিবন্ধটির যাচাইযোগ্যতার প্রমাণ দেয়।

প্রথমিক প্রতিবেদন

এগুলো হল আপনার স্বচক্ষে দেখা কোনো ঘটনার উপর তৈরী করা নিবন্ধ, অর্থাৎ কোনো ঘটনা ঘটনাকালীন আপনি যদি নিজে সেখানে উপস্থিত ছিলেন তাহলে আপনার নিজস্ব তথ্যের ভিত্তিতে নিবন্ধ তৈরী করা। এক্ষেত্রে আপনি নিজেই খবরের লেখক ও উৎস হিসেবে কাজ করেন।
উদাহরণ: কোনো আন্দোলনে আপনি উপস্থিত ছিলেন সেই নিয়ে, কোনো নেতার বক্তৃতা দেবার সময়, বা কোনো স্থানীয় মেলায়, উত্সবে, খেলার ম্যাচ চলাকালীন প্রভৃতি।